ক্রিয়া হিসেবে ‘দেওয়া’ ও ‘দেয়া’ দুটো বানানেরই ব্যবহার দেখা যায়। কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে একটি সঠিক, অপরটি ভুল।
তাহলে কোনটি ব্যবহার করবো? চলুন শিখি।
নিয়ম: বাংলা ক্রিয়াপদের গঠনশৈলী অনুযায়ী, ধাতুর শেষে এ-কার বা আ-কার থাকলে এবং তারপরে ‘আ’ যুক্ত হলে তাদের মাঝে একটি ‘ও’ বসাতে হবে। এ পদ্ধতির ব্যাকরণিক নাম হচ্ছে ‘ব-শ্রুতি’।
বিশ্লেষণ:
১. দে + আ = দেওয়া।
এই ক্রিয়াটির ক্ষেত্রে ধাতু হলো ‘দে’ (দ্ + এ); এর শেষে একটি এ-কার আছে। সুতরাং এই ‘দে’ এবং ‘আ’-এর মাঝখানে একটি ‘ও’ বসবে।
অর্থাৎ ব্যাপারটি এমন: দে (ও) আ= দেওয়া (‘দেয়া’ নয়)।
২. যা + আ = যাওয়া।
এই ক্রিয়াটির ক্ষেত্রে ধাতু হলো ‘যা’ (য্ + আ); এর শেষে একটি আ-কার আছে। সুতরাং এই ‘যা’ এবং ‘আ’-এর মাঝখানে একটি ‘ও’ বসবে।
অর্থাৎ ব্যাপারটি এমন: যা (ও) আ = যাওয়া (‘যায়া’ নয়)।
আরও উদাহরণ: নেওয়া (‘নেয়া’ নয়), খাওয়া (‘খায়া’ নয়)।
দ্রষ্টব্য: ‘দেয়া’ বানানেও বাংলায় একটি স্বতন্ত্র শব্দ রয়েছে। এর অর্থ- মেঘ বা আকাশ।