‘তারপর’, না-কি ‘তার পর’?

তারপর:
‘তারপর’ শব্দের অর্থ- কোনো কিছুর অব্যবহিত পরে (প্রায় সঙ্গে সঙ্গেই)।
যেমন:
আগে ভাত খেয়ে নাও, তারপর টিভি দেখো।
কোনো রকমে পোশাকটা পালটালো, তারপর দৌড়ে খেলার মাঠে।
আগে এই রবীন্দ্রসংগীতটা গাইবি, তারপর নজরুলগীতি।
এখানে সবগুলো উদাহরণেই দেখা যাচ্ছে, একটা কাজ হবার সঙ্গে সঙ্গেই আরেকটা কাজ সংঘটিত হচ্ছে।

তার পর:
‘তার পর’ অর্থ- এত কিছু ঘটার পর।
যেমন:
আগে পরীক্ষায় টিকবে, তার পর তো চাকরি!
হুমায়ূন আহমেদ সেই যে কলম ধরলেন, তার পর থেকে কলমই ছিল তাঁর নিত্যসঙ্গী।
সেই যে গেল, তার পর তো আর দেখাই করলো না।
এখানে উদাহরণগুলোতে একটা কাজ হবার সঙ্গে সঙ্গেই আরেকটা কাজ সংঘটিত হচ্ছে না।