জি/জ্বি/জ্বী ও হজ/হজ্ব নিয়ে বিভ্রাট

‘জি’, ‘জ্বি’, ‘জ্বী’- এ তিনটার মধ্যে কোনটা সঠিক?
শুরুতেই জেনে নেয়া দরকার- এটি একটি সম্মানসূচক আরবি শব্দ। এখন চলুন, সঠিক বানানটি ব্যাখ্যাসহ শিখে নেওয়া যাক।

বিশ্লেষণ:
১. বিদেশি শব্দের বানানে ঈ-কার বসে না। সুতরাং ‘জ্বী’ হওয়ার কোনও সুযোগ নেই।
২. বিদেশি শব্দের বানানে কখনোই অনুচ্চারিত ব-ফলা যুক্ত হয় না। এখানে ‘জ্বি’
বানানটিতে যে ব-ফলাটি রয়েছে, সেটি উচ্চারিত হচ্ছে না। অর্থাৎ এই বানানটিতে ব-ফলা
লেখা যাচ্ছে না। সুতরাং ‘জ্বি’ শুদ্ধ নয়।
তাহলে দেখা যাচ্ছে, এ শব্দটির শুদ্ধ বানান হবে ‘জি’।

‘হজ’, না-কি ‘হজ্ব’?
আমরা জানি- এটি একটি আরবি শব্দ।

বিশ্লেষণ:
ওপরের বিশ্লেষণ থেকে আমরা ইতোমধ্যেই জেনেছি যে, বিদেশি শব্দের বানানে কখনোই অনুচ্চারিত ব-ফলা যুক্ত হয় না। এখানে ‘হজ্ব’ বানানটিতে যে ব-ফলাটি রয়েছে, সেটি উচ্চারিত হচ্ছে না। অর্থাৎ এই বানানটিতে ব-ফলা লেখা যাবে না। সুতরাং ‘হজ্ব’ শুদ্ধ নয়; সঠিক বানানটি হবে ‘হজ’।