‘ক্ষ’ কেবল তৎসম শব্দের বানানে ব্যবহৃত হবে।
যেমন: ক্ষুধা, ক্ষুদ্র, ক্ষেত্র, ক্ষুর (চুল কাটার ধারালো অস্ত্রবিশেষ)।
এ ধরনের শব্দগুলোর ক্ষেত্রে বাংলায় ‘ক্ষ’ না লিখে ‘খ’ লিখতে হবে।
যেমন: খিদে, খুদে, খেত (ধানখেত), খুদ, খ্যাপা, খুর (গবাদি পশুর পায়ের শেষ প্রান্ত)।