১। কবি পৃথিবীকে কোন বিশেষণে বিশেষায়িত করেছেন?
উত্তর: বিপুলা
২। কোনটি কবির অগোচরে রয়ে গেল?
উত্তর: নগর-রাজধানী, অজানা জীব, মানুষের কীর্তি, নদী, গিরি, সিন্ধু, মরু, অপরিচিত তরু
৩। বিশ্বের আয়োজন কেমন?
উত্তর: বিশাল
৪। বিশাল বিশ্বের কতটুকু অংশ কবির মন জুড়ে থাকে?
উত্তর: অতি ক্ষুদ্র এক কোণ
৫। ‘ঐকতান’ কবিতায় কবির ক্ষোভের কারণ কী?
উত্তর: তাঁর জ্ঞানের দীনতা
৬। ক্ষোভে পড়ে কবি কী করেন?
উত্তর: গ্রন্থ ও ভ্রমণবৃত্তান্ত পড়েন
৭। কবি কেমন উৎসাহে ভ্রমণবৃত্তান্ত পড়েন?
উত্তর: অক্ষয় উৎসাহে
৮। কবি কী কুড়িয়ে আনেন?
উত্তর: চিত্রময়ী বর্ণনার বাণী
৯। কবি কী পূরণ করার চেষ্টা করেন?
উত্তর: জ্ঞানের দীনতা
১০। কবির মনে কীসের অভাব?
উত্তর: জ্ঞানের
১১। কবি তাঁর জ্ঞানের দীনতা কী দিয়ে পূরণ করেন?
উত্তর: ভিক্ষালব্ধ ধন দিয়ে
১২। ‘ভিক্ষালব্ধ ধন’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: নানা উৎস হতে অর্জিত জ্ঞান
১৩। কবি নিজেকে কী বলে আখ্যা দিয়েছেন?
উত্তর: পৃথিবীর কবি
১৪। পৃথিবীর সকল ধ্বনি কবি কোথায় জাগিয়ে তুলতে চান?
উত্তর: বাঁশির সুরে
১৫। কবির বাঁশির সুরে কী জাগবে?
উত্তর: সাড়া জাগবে
১৬। কবির বাঁশির সুরে কীসের সাড়া জাগবে?
উত্তর: পৃথিবীর সকল ধ্বনির সাড়া জাগবে
১৭। কবি তাঁর কবিতায় কোন সাধনার কথা বলেছেন?
উত্তর: স্বরসাধনা
১৮। কবির স্বরসাধনায় কী পৌঁছল না?
উত্তর: বহুতর ডাক
১৯। ‘বহুতর ডাক’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: পৃথিবীর অনেক সুর-ধ্বনি
২০। কোন ক্ষেত্রে কবির সাধনায় ফাঁক রয়ে গেছে?
উত্তর: স্বরসাধনায়
২১। কবি কীসের ঐকতানস্রোতের কথা বলেছেন?
উত্তর: প্রকৃতির
২২। সে ঐকতানস্রোতে নানা কবি নানা দিক হতে কী ঢালেন?
উত্তর: গান
২৩। অন্য সকল কবির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কী রয়েছে?
উত্তর: যোগ
২৪। ‘যোগ’ শব্দটি কী অর্থে কবিতায় ব্যবহৃত হয়েছে?
উত্তর: মিলন
২৫। কবি কার সঙ্গ পান?
উত্তর: সবাকার (সবার)
২৬। কবি কীসের ভোগ লাভ করেন?
উত্তর: আনন্দের
২৭। কবি কোথায় প্রবেশ করতে পারেননি?
উত্তর: সর্বত্র (সবার কাছে)
২৮। কবি সর্বত্র কী পাননি?
উত্তর: প্রবেশের দ্বার
২৯। কবির সব জায়গায় প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে আছে কোনটি?
উত্তর: জীবনযাত্রার বেড়াগুলি
৩০। ‘বেড়াগুলি জীবনযাত্রার’ বলতে লেখক মূলত কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: কবির সামাজিক অবস্থানের সীমাবদ্ধতা
৩১। কে খেতে হাল চালায়?
উত্তর: চাষি
৩২। তাঁতি বসে কী করে?
উত্তর: তাঁত বোনে
৩৩। কে জাল ফেলে?
উত্তর: জেলে
৩৪। কবি কাদের বিচিত্র কর্মভারের কথা বলেছেন?
উত্তর: চাষি, তাঁতি, জেলে
৩৫। এদের বিচিত্র কর্মভার কতদূর প্রসারিত?
উত্তর: বহুদূর
৩৬। কীসের ওপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে?
উত্তর: ব্রাত্যজনতার কর্মের ওপর ভর দিয়ে
[নোট: ব্রাত্যজনতা: নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ।]
৩৭। সমাজের কতটুকু অংশে এদের সম্মান ও মর্যাদা রয়েছে?
উত্তর: অতি ক্ষুদ্র অংশে
৩৮। খেটে খাওয়া নিম্নবর্গের মানুষদের সম্মান আজ ………….।
উত্তর: চিরনির্বাসনে
৩৯। কবি কোথায় বসেছেন?
উত্তর: সমাজের উচ্চ মঞ্চে
৪০। কবি কিসের মধ্য দিয়ে বৃহত্তর সমাজ ও জীবনকে প্রত্যক্ষ করেছেন?
উত্তর: সংকীর্ণ বাতায়নের মধ্য দিয়ে
৪১। ‘সংকীর্ণ বাতায়ন’ দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: ছোটো জানালা
৪২। কবির এ সীমাবদ্ধতা কেন?
উত্তর: কবির সামাজিক অবস্থানের কারণে
৪৩। কবি মাঝে মাঝে কোথায় গেছেন?
উত্তর: ও পাড়ার প্রাঙ্গণের ধারে
৪৪। ‘ও পাড়া’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর: নিচু স্তরের/নিম্নবর্গের/ব্রাত্য মানুষের পাড়া
৪৫। কোথায় প্রবেশের শক্তি লেখকের ছিল না?
উত্তর: ভিতরে প্রবেশের
৪৬। ‘ভিতরে প্রবেশ’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ব্রাত্য মানুষের কাছাকাছি পৌঁছানোকে বোঝানো হয়েছে।
৪৭। কী না হলে গানের পসরা ব্যর্থ হয়?
উত্তর: জীবনে জীবন যোগ করা না হলে
[নোট: ‘কৃত্রিম পণ্যে’ গানের পসরা ব্যর্থ হয়।]
৪৮। ‘জীবনে জীবন যোগ করা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: অন্যদের জীবনের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন
৪৯। ‘কৃত্রিম পণ্য’ বলতে এ কবিতায় কী বোঝানো হয়েছে?
উত্তর: সত্যিকার বোধ থেকে উৎসারিত নয় এমন
৫০। কবি কীসের কথা মেনে নেন?
উত্তর: নিন্দার কথা
৫১। কবি কোন নিন্দার কথা মেনে নেন?
উত্তর: তাঁর সুরের অপূর্ণতা
৫২। ‘সুরের অপূর্ণতা’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর: তাঁর সাহিত্যসাধনার ফাঁক
৫৩। কবির কবিতা কেমন পথে গমন করেছে?
উত্তর: বিচিত্র পথে
৫৪। কবির কবিতা কেমন নয়?
উত্তর: সর্বত্রগামী
[নোট: সর্বত্রগামী: সকল স্তরে পৌঁছানো। ]
৫৫। নতুন কবিকে কার জীবনের শরিক হতে কবি আহ্বান জানিয়েছেন?
উত্তর: কৃষাণের জীবনের
[নোট: কৃষাণের জীবনের শরিক: মাটির কাছাকাছি নিম্নবর্গের মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত; শরিক: অংশিদার।]
৫৬। নতুন কবিকে কোন ক্ষেত্রে সত্য আত্মীয়তা অর্জন করতে হবে?
উত্তর: কর্মে ও কথায়
৫৭। ‘সত্য আত্মীয়তা’ বলতে কবিতায় কী বোঝানো হয়েছে?
উত্তর: মানুষের কাছাকাছি থেকে তাদের জীবন পর্যবেক্ষণ করা
৫৮। নতুন কবির মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো কবি প্রত্যাশা করেছেন?
উত্তর: কৃষাণের জীবনের শরিক, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা অর্জনকারী, মাটির কাছাকাছি অবস্থান
৫৯। নতুন কবিকে কী হিসাবে কবি চিহ্নিত করতে চেয়েছেন?
উত্তর: অখ্যাতজনের/নির্বাক মনের কবি হিসাবে
[নোট: অখ্যাতজন: নিচু মানুষ; নির্বাক মন: কষ্ট-দুঃখ-বেদনা-অনুভূতি যাদের হৃদয়ের অভ্যন্তরেই স্থিত থাকে।]
৬০। নতুন কবিকে কী উদ্ধার করতে হবে?
উত্তর: মর্মের বেদনা
৬১। এ দেশকে কবি কী বলে আখ্যা দিয়েছেন?
উত্তর: প্রাণহীন
৬২। এ দেশের চারি ধার কেমন?
উত্তর: গানহীন
৬৩। ‘ঐকতান’ কবিতায় ‘মরুভূমি’ বলতে মূলত কী বোঝানো হয়েছে?
উত্তর: বাংলা সাহিত্যক্ষেত্র
৬৩। মরুভূমিরূপ সাহিত্যভুবন কিসের তাপে শুষ্ক নিরানন্দ হয়েছে?
উত্তর: অবজ্ঞার তাপে
[নোট: অবজ্ঞার তাপ: সাহিত্যক্ষেত্রে শ্রমজীবী মানুষদের উপক্ষো করা।]
৬৪। নবীন কবি সাহিত্য-মরুভূমি কী দিয়ে পূর্ণ করবেন?
উত্তর: রসে
[নোট: রস: এখানে সাহিত্যরস বা শিল্পরস।]
৬৫। ‘উদ্বারি’ অর্থ কী?
উত্তর: ওপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দেওয়া
৬৬। কবি কী প্রকাশ করতে বলেছেন?
উত্তর: অন্তরের উৎস
[নোট: অন্তরের উৎস: রসের উৎস (সাহিত্যরস বা শিল্পরস)।]
৬৭। কিসের ‘ঐকতানসংগীতসভা’র কথা কবি বলেছেন?
উত্তর: সাহিত্যের
[নোট: সাহিত্যের ঐকতানসংগীতসভা: সাহিত্যের মহানন্দের মহা আয়োজন/জীবনের সর্বপ্রান্তস্পর্শী।]
৬৮। ‘একতারা যাহাদের’ বলতে এখানে কী বোঝানো হয়েছে?
উত্তর: অবজ্ঞাত ও উপেক্ষিত মানুষ
[নোট: ‘একতারা যাহাদের’ কবি তাদেরও সম্মান প্রত্যাশা করেছেন সাহিত্যজগতে।]
৬৯। ‘মূক’ অর্থ কী?
উত্তর: নির্বাক, বোবা
৭০। কবি নবীন কবিকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তর: কবি, গুণী, অখ্যাতজনের কবি, নির্বাক মনের কবি
৭১। নবীন কবির কাছে কবি কাদের বাণী শুনতে চান?
উত্তর: কাছে থেকে দূরে যারা, তাদের বাণী
[নোট: যারা দুঃখে-সুখে নির্বাক, বিশ্বের সামনে যারা নতশির স্তব্ধ, অখ্যাতজন।]
৭২। ‘ঐকতান’ কবিতাটির কয়টি চরণ পাঠ্যপুস্তকে উল্লেখ রয়েছে?
উত্তর: ৫৪টি চরণ
৭৩। কোন কোন কর্মজীবীর কথা এ কবিতায় উল্লেখ রয়েছে?
উত্তর: চাষি, তাঁতি, জেলে