ই/উ-কারযুক্ত বর্ণের আগের বর্ণের সঙ্গে কোনও কার-চিহ্ন না থাকলে তার আগের ‘এ’ বর্ণটির উচ্চারণ ‘এ’-এর মতো হবে।
যেমন: একটি। এখানে ই-কারযুক্ত ‘টি’-এর আগের বর্ণ ‘ক’-এর সাথে কোনও কার-চিহ্ন যুক্ত
নেই। তাই এই ‘ক’-এর আগের ‘এ’ বর্ণটি ‘এ’-এর মতোই উচ্চারিত হবে। সুতরাং এর উচ্চারণ হবে ‘এক্ টি’ (‘অ্যাক্ টি’ নয়)।
আরও উদাহরণ: একত্রিশ (একোত্ ত্রিশ্), একটু (এক্ টু), একত্রিত (একোত্ ত্রিতো), এমনি (এম্ নি)।