বাংলা শব্দের উচ্চারণের নিয়ম অনুযায়ী, শব্দের শুরুতে সহসাই ‘এ’ ধ্বনির বিবৃত (‘অ্যা’-এর মতো) উচ্চারণ হয়ে থাকে।
যেমন: এক (অ্যাক্), একা (অ্যাকা), এখন (অ্যাখোন্)।
বাংলা বানানের নিয়মে বলা হচ্ছে, ‘বিদেশি শব্দে ক্ষেত্র-অনুযায়ী অ্যা বা ্যা-কার ব্যবহৃত হবে। ‘সুতরাং, ‘সকল ক্ষেত্রে’ই ‘অ্যা’ ব্যবহার করতে হবে এমন নয়।
নির্দেশনাটি হচ্ছে- যদি অর্থবিভ্রান্তির সুযোগ থাকে, তাহলে ‘অ্যা’ ব্যবহার করতে হবে। অর্থবিভ্রান্তির সুযোগ না থাকলে ‘এ’ ব্যবহারে সমস্যা নেই।
উদারণ ও ব্যাখ্যা:
১. And (অ্যান্ড)
২. End (এন্ড)
লক্ষ করুন: And-এর প্রতিবর্ণীকরণে আমরা ‘অ্যা’ লিখবো, কেননা ‘এন্ড’ লিখলে ‘End’ বলে ভুল হবার সম্ভাবনা থেকে যায়। কিন্তু ‘একাডেমি’ শব্দটির ক্ষেত্রে এ ধরনের বিভ্রান্তির সুযোগ নেই বললেই চলে। তাই ‘একাডেমি’ লিখলে ভুল হবে না।
এ রকম আরও কয়েকটি শব্দ:
Account (অ্যাকাউন্ট/একাউন্ট)
Acid (অ্যাসিড/এসিড)
Admin (অ্যাডমিন/এডমিন)