ইংরেজি শব্দের বাংলা রূপান্তরের ক্ষেত্রে s ধ্বনির জন্য ‘স’ এবং -sh, -sion, -ssion, -tion স্থানে ‘শ’ লিখতে হবে।
উদাহরণ ও ব্যাখ্যা:
পাস (‘পাশ’ নয়)। এ শব্দটির ইংরেজি (Pass) বানানে ‘s’ বর্ণটি রয়েছে এবং এ শব্দটির ইংরেজি উচ্চারণও ‘স’-এর মতো (‘শ’-এর মতো নয়)। সুতরাং শব্দটির বানানে ‘স’ লিখতে হবে।
প্যাশন (‘প্যাসন’ নয়)। এ শব্দটির ইংরেজি (Passion) বানানে ‘ssion’ রয়েছে। সুতরাং শব্দটির বানানে ‘শ’ লিখতে হবে।
আরও উদাহরণ: পাসপোর্ট, ভিসা, বাস, ক্যাশ, টেলিভিশন, মিশন, সেশন, রেশন, স্টেশন, ভিশন।
দ্রষ্টব্য: ‘Asia’ শব্দটিতে যদিও ‘s’ রয়েছে, তবু এটি লেখার সময় ‘শ’ ব্যবহার করতে হবে। কেননা, এ শব্দটির ইংরেজি উচ্চারণ ‘শ’-এর মতো হয়। সুতরাং এর বানান হবে ‘এশিয়া’।